২০১৯ ব্রিগেডের ছবি একুশের বলে চালালো জোট

এখনও মানুষ খোঁজ নেন কার জনসভায় কত লোক হল! ঐতিহাসিক ভিড় হয়েছে ব্রিগেডে, ফলাও করে বলছে বামেরা। তবে সেই ভিড়ে লোক কত?

March 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রবিবার হয়ে গেল বামেদের ব্রিগেড (Brigade) সমাবেশ। ব্রিগেড মানেই নস্টালজিয়া। শক্তি প্রদর্শনে। দলের সঙ্গে কত মানুষ রয়েছে দেখানো। এখনও মানুষ খোঁজ নেন কার জনসভায় কত লোক হল! ঐতিহাসিক ভিড় হয়েছে ব্রিগেডে, ফলাও করে বলছে বামেরা। তবে সেই ভিড়ে লোক কত?

এই প্রশ্নের জবাব দিতে একটি ছবি ভাইরাল করা হয়েছে সামাজিক মাধ্যমে। কংগ্রেস (Congress) এবং সিপিএমের (CPM) একাধিক কর্মী-সমর্থক-নেতা এই ছবি শেয়ার করেছেন।

কিন্তু আসলে এই ছবিটি ২০১৯ সালের ব্রিগেড সমাবেশের। গুগলে রিভার্স ইমেজ সার্চ করলেই ধরা পড়বে, এই ছবিটি পিপলস ডেমোক্রেসি নামক একটি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen