আরো একবার বিজেপির মৃত্যু নিয়ে রাজনীতির পর্দা ফাঁস

পথ অবরোধ থেকে পদযাত্রা কোন কিছুরই খামতি রাখেনি রাজ্য বিজেপি। এ নিয়ে বেশ জল ঘোলা হয়। সোশ্যাল মিডিয়াতেও এর বেশ চৰ্চা হয়।

November 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিকী চিত্র সংগৃহীত

দাবি

কল্যাণীর গয়েশপুরের বাসিন্দা বিজয়ের ঝুলন্ত দেহ রবিবার সকালে পুলিশ তাঁর বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার করে। বছর সাঁইত্রিশের সেই বিজয় শীলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে নদীয়ার রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে। মৃত ব্যক্তিকে বিজেপি নিজের দলের কর্মী বলে দাবি করে তৃণমূলের বিরূদ্ধে আক্রমন শানায়। পথঅবরোধ থেকে পদযাত্রা কোন কিছুরই খামতি রাখেনি রাজ্য বিজেপি। এ নিয়ে বেশ জল ঘোলা হয়। সোশ্যাল মিডিয়াতেও এর বেশ চৰ্চা হয়।

সত্যতা

বিজেপির মৃত্যু দিয়ে রাজনীতির নোংরা খেলা এটাই প্রথম না। এর আগেও তারা বহুবার মৃত্যু নিয়ে বহু মিথ্যে বলেছে। আরো একবার তা প্রমাণিত হয়ে গেল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁর টুইটার প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে মৃতের স্ত্রী নিজে স্বীকার করছেন যে মৃত ব্যক্তি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। তাই তাঁর রাজনৈতিক শত্রু থাকাও সম্ভব না।

অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপির করা এই দাবি সম্পূর্ণ মিথ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen