নতুন কৃষিবিল পাশের জন্যে মোদীকে ধন্যবাদ জানাচ্ছে বাংলার কৃষকরা? জানুন আসল ঘটনা

পশ্চিমবঙ্গ বা কৃষিবিল কোনটির সাথেই এই ছবির কোন সম্পর্ক নেই।

October 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

কৃষিবিল নিয়ে গোটা দেশ কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারীতার বিরোধীতায় সরব। এমন সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি নিয়ে বেশ শোরগোল পড়েছে।  ছবিটিতে দেখা যাচ্ছে ধানক্ষেতে কৃষকরা ধান দিয়ে মোদীর নাম লিখে তাঁকে সমর্থন জানাচ্ছে। ছবিটির সাথে  দিলীপবাবু লিখেছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার কৃষকরা প্রধানমন্ত্রীর প্রতি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এই ছবিকে অস্ত্র করে বিজেপি সমর্থকরা বিরোধীদের দিকে তেড়ে গেছে। ফেসবুক এবং টুইটারে দেদার শেয়ার হয়েছে ছবিটি।  আর বিরোধীরাও বেশ অবাক হয়েছেন। যে কৃষিবিল পাশের পর গোটা দেশের কৃষকরা সরকারের বিরূদ্ধে গর্জে উঠেছে সেখানে এই ছবি বিশ্বাস করা কঠিন।

সত্যতা

আসল ঘটনা হল ছবিটি বিহারের কাইমুর জেলায়, জুলাইয়ে তোলা। অর্থাৎ কৃষি বিল পাশের অনেক আগে।  অর্থাৎ পশ্চিমবঙ্গ বা কৃষিবিল কোনটির সাথেই এই ছবির কোন সম্পর্ক নেই। অর্থাৎ বিজেপি সভাপতির করা দাবি অসত্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen