মুখ্যমন্ত্রীর সম্পাদিত ভিডিও শেয়ার করলেন বিজেপি প্রার্থী

পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন।

April 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতার একটি বিশেষ অংশ দেখিয়ে দাবি করেছেন, কু-ভাষার প্রয়োগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ময়বাবুর দাবি, মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারকে বাংলা থেকে তাড়ানো প্রয়োজন। বাংলায় অপসংস্কৃতির আমদানি করছে তৃণমূল কংগ্রেস।

সত্যতা

আদতে মুখ্যমন্ত্রীর ওই ভাষণকে সম্পাদনা বা এডিট করে আপলোড করেছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসলে বলেছেন ‘আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে?’ সেখানে বাংলা কথাটার একটি বিশেষ অংশ কেটে দেওয়া হয়েছে, যাতে তা শুনে মনে হয় অপভাষার প্রয়োগ করছেন তিনি।

সুতরাং মুখ্যমন্ত্রী কুভাষার প্রয়োগ করেছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়-এর ভিডিওর এই দাবি সম্পূর্ণ ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen