খোদ বাংলার বুকে পুরোহিত নিগ্রহ! জানুন আসল ঘটনা

ইসলামি জেহাদিদের সঠিক ঠিকানা চাই। সময় থাকতে অস্ত্র তুলে নিন।

November 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social Media) একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে এবং সেটিকে বাংলার বলে চালানো হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কিছু যুবক এক মন্দিরের পুরোহিতকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধোর করছে। সেখানে পোস্টে প্ররোচনা দেওয়ার জন্যে এও বলা হচ্ছে যে এখন পুরোহিতকে মারছে কাল আপনার পালা। ইসলামি জেহাদিদের সঠিক ঠিকানা চাই। সময় থাকতে অস্ত্র তুলে নিন।

সত্যতা

ঘটনাটি আদেও বাংলার নয়। ঘটনাটি ঘটেছে হরিয়াণায়। পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) নিজেদের টুইটার প্রোফাইল থেকে তা নিশ্চিত করেছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ভুয়ো খবর প্রচার করায় দুষ্কৃতীদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে এও অনুরোধ করা হয়েছে যাতে কোন খবরের সত্যতা যাচাই না করেই কেউ যেন তা বিশ্বাস না করেন বা শেয়ার না করেন।

ভিডিওটি সত্যি হলেও, তার সাথে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen