গোয়ায় এক তৃণমূল প্রার্থীসহ তিন কংগ্রেস প্রার্থীর প্রার্থীপদ বাতিল হচ্ছে! জানুন ভাইরাল ছবি আসল সত্য

প্রুডেন্ট মিডিয়ার একটি পোস্ট দেখিয়ে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশন গোয়া বিধানসভা নির্বাচনে চার জন প্রার্থীর প্রার্থীপদ খারিজ করে দিতে চলেছে।

February 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়া নির্বাচনের প্রাক মুহূর্তে স্টিং অপারেশন বিতর্কে উত্তপ্ত হয়েছে সাগর পাড়ের রাজনীতি। এবার সেই বিতর্ককে হাতিয়ার করেই ভুয়ো ছবি ভাইরাল হল গোয়ায়। ঘুরলো সোশ্যাল ওয়ালে।

দাবি

প্রুডেন্ট মিডিয়ার একটি পোস্ট দেখিয়ে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশন গোয়া বিধানসভা নির্বাচনে চার জন প্রার্থীর প্রার্থীপদ খারিজ করে দিতে চলেছে। ওই চার জনের মধ্যে এক জন তৃণমূল প্রার্থীসহ তিন কংগ্রেস প্রার্থীও রয়েছেন। পোস্টে লেখা রয়েছে, সূত্র মারফত জানা যাচ্ছে; মুখ্যনির্বাচন কমিশনার জনপ্রতিনিধিত্বের আইন, ১৯৫০ অনুযায়ী ওই চার জন প্রার্থীর প্রার্থী পদ বাতিল করে দিতে চলেছে। 

আসল সত্য
নির্বাচনের দিনে ভোটদাতাদের বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করার জন্য এইভাবে ভুয়ো ছবি ও মিথ্যে তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে। গোয়ায় বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই শেষ বেলায় মিথ্যাচার তাদের হাতিয়ার। কোন সংবাদমাধ্যমেরও কাছেই গোয়ায় কোন প্রার্থীর প্রার্থীপদ বাতিল হওয়ার খবর নেই। এমনকি মুখ্য নির্বাচন কমিশনারও তেমন কিছু জানাননি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এই সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি।

অপর দিকে প্রুডেন্ট মিডিয়া প্রকাশ্যে টুইট করে জানিয়েছে, এই পোস্টের ফটোটি ভুয়ো এবং খবরটিও মিথ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen