সংখ্যালঘু-অধ্যুষিত জেলায় সবচেয়ে বেশি নতুন ভোটার? জানুন আসল তথ্য

নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার লিস্টের তথ্য অনুযায়ী গোটা রাজ্যে মাত্র ২.০১ শতাংশ ভোটার বেড়েছে।

January 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে  ভোটার সংখ্যা সবচেয়ে বেড়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলার কথা। মালব্যর বক্তব্য অনুযায়ী মালদা এবং মুর্শিদাবাদের ১৪% ভোটার বেড়েছে, যা অন্য জেলার তুলনায় অনেকটাই বেশি।

উনি প্রকারান্তরে বলতে চেয়েছেন যে সংখ্যালঘু-অধ্যুষিত জেলাগুলিতে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সত্যতা

নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার লিস্টের তথ্য অনুযায়ী গোটা রাজ্যে মাত্র ২.০১ শতাংশ ভোটার বেড়েছে। বাংলায় মোট ভোটারের সংখ্যা ৭,৩২,৯৪,৯৮০। আর ৫,৯৯,৯২১ জনের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নতুন ভোটারের সংখ্যা সব থেকে বেশি বেড়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলায়।

অর্থাৎ বিজেপি নেতার করা দাবি, যে মালদা, মুর্শিদাবাদের মত সংখ্যালঘু-অধ্যুষিত অঞ্চলে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen