সুইজারল্যান্ডের ঘটনাকে বাংলার দাঙ্গা বলে চালানোর চেষ্টা বিজেপির

এর আগে এই একই ফুটেজ যুক্তরাষ্ট্রের দাঙ্গা বলেও ব্যবহার করা হয়েছিল।

March 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

সম্প্রতি কিছু বিজেপি সমর্থক একটি ভিডিও ফুটেজ শেয়ার করছে। যেখানে দেখা যাচ্ছে কিছু উন্মত্ত জনতা এসে গাড়ি ভাঙচুর করছে। দাবি করা হচ্ছে ভিডিওটি বাংলার। এক সম্প্রদায়ের মানুষ দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করতে এইসব প্ররোচনামূলক কাজকর্ম করছে। এমনকি বিজেপির জাতীয় মুখপাত্র সারিকা জৈনও ভিডিওটি শেয়ার করেছেন।

সত্যতা

ভিডিওটি আদতে ৪ বছর পুরোনো। আর ঘটনাটি বাংলা তো নয়ই, এমনকি এই দেশেরই নয়। সুইজারল্যান্ডের বাসেলের ঘটনা এটি। একটি ফুটবল ম্যাচের শেষে একটি ফুটবল দলের উন্মত্ত সমর্থকরা এই ঘটনা ঘটায়।

দাবিটিকে ভুয়ো বলে নিশ্চিত করেছে রাজ্য পুলিশও।

এর আগে এই একই ফুটেজ যুক্তরাষ্ট্রের দাঙ্গা বলেও ব্যবহার করা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen