মধ্যপ্রদেশের ঘটনাকে বাংলার ভোট পরবর্তী হিংসা বলে ভুয়ো প্রচার

নানচি অজনার নামেই এই মহিলা শ্বশুর বাড়ি ছাড়ার পর তাঁর আত্মীয়রা তাঁকে ভয়ঙ্কর ভাবে মারে। তাঁর চুলের মুঠি ধরে লাঠি দিয়ে মারা হয় এবং পরবর্তীতে তাঁকে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়।

July 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ এক মহিলাকে গাছের সাথে বেঁধে রেখে অত্যাচার করছে। দাবি করা হচ্ছে এটি বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনা। তৃণমূলের গুন্ডারা বিজেপি (BJP) মহিলাকে মারছে। ভিডিওটির সাথে লেখা হচ্ছে, ‘এতো কিছু দেখার পরেও মমতার দালালরা নিজেদের চোখ বন্ধ রাখবে। তৃণমূলের দুষ্কৃতীরা সবাইকে কুকুরের মতো মারবে। এই মেয়েটির একমাত্র দোষ সে দলিত এবং তার ভাই বিজেপি সমর্থক। কোথায় এখন সংবাদ মাধ্যম?’

সত্যতা

ঘটনাটি আদতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) অলিরাজপুর (Alirajpur) জেলার বোরি থানার ঘটনা। নানচি অজনার নামেই এই মহিলা শ্বশুর বাড়ি ছাড়ার পর তাঁর আত্মীয়রা তাঁকে ভয়ঙ্কর ভাবে মারে। তাঁর চুলের মুঠি ধরে লাঠি দিয়ে মারা হয় এবং পরবর্তীতে তাঁকে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়।

সুতরাং বাংলার ভোট পরবর্তী হিংসা বলে চালানো পোস্টটি ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen