হুগলিতে ভুয়ো BLO, এনিউমারেশন ফর্ম সংগ্রহে জালিয়াতি? কমিশনের ভূমিকায় ক্ষোভ তৃণমূলের

November 17, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১০: রাজ্যে SIR আতঙ্কের মৃত্যুমিছিলের মাঝে শুরু হয়ে নয়া জালিয়াতি। এবার এনিউমারেশন ফর্ম সংগ্রহে দেখা গেল ভুয়ো BLO-দের। হুগলির (Hooghly) জঙ্গিপাড়ার রাজবালহাট-১ গ্রাম পঞ্চায়েতে ভোটার যাচাই প্রক্রিয়া নিয়ে এই ঘটনা ঘটে।

তৃণমূল কংগ্রেস (TMC) দাবি করেছে, এক মুখোশধারী অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে বিএলও পরিচয় দিয়ে একটি বাড়িতে ঢুকে পাঁচজনের এনিউমারেশন ফর্ম (Enumeration form) সংগ্রহ করে নিয়ে গেছে। পরে পরিবারটি জানতে পারে, আসল বিএলও এখনও পর্যন্ত বাড়িতে কোনও সফরই করেননি।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের অনিয়ম, দ্ব্যর্থক নির্দেশ এবং ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থার সুযোগ নিয়ে প্রতারণা বাড়ছে। দলের বক্তব্য, সরকারি সিল ছাড়া, কেবল স্বাক্ষরের উপর নির্ভর করে ফর্ম সংগ্রহের নিয়ম চালু হওয়ায় সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছেন। এতে প্রতারক ও ভুয়ো পরিচয়ধারীদের সুযোগ আরও বেড়ে যাচ্ছে।

টুইটে তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের নীতিহীনতা এবং বিজেপির (BJP) প্রতি পক্ষপাতিতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের দাবি, কমিশনের নিজস্ব প্রক্রিয়াই এখন এতটা অস্বচ্ছ ও জটিল হয়ে গেছে যে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না কাকে বিশ্বাস করবেন। সেই সুযোগেই ছদ্মবেশী প্রতারকরা ভোটার যাচাইয়ের নামে বাড়িতে ঢুকে ফর্ম সংগ্রহ করছে।

তৃণমূলের আরও অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর মাধ্যমে মানুষকে ভয় দেখানোই উদ্দেশ্য। দলের বক্তব্য, যদি মুখোশধারী ভুয়ো কর্মী বাড়িতে ঢুকে ভোটার যাচাইয়ের নামে তথ্য সংগ্রহ করতে পারে, তাহলে আড়ালে আরও কী ঘটছে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কত মানুষের ফর্ম চুরি হচ্ছে, পাল্টানো হচ্ছে বা অপব্যবহার করা হচ্ছে, এসব নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে দল।

এখন প্রশ্ন, এমন ঘটনায় নির্বাচন কমিশন (Election Commission) আদৌ কী কোন‌ও ব্যবস্থা নেবে। তৃণমূলের বক্তব্য, অবিলম্বে স্পষ্টভাবে নিরাপত্তামূলক নির্দেশিকা জারি করা হোক, যাতে সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে না পড়েন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen