অর্থমন্ত্রকের নামে ভুয়ো মেসেজ, জানেন কী লেখা হচ্ছে তাতে?

ভারতবাসীদের জন্য ৩২,৮৪৯ টাকা দিতে চলেছে মোদী সরকার?

August 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতবাসীদের জন্য ৩২,৮৪৯ টাকা দিতে চলেছে মোদী সরকার? অর্থমন্ত্রকের তরফে এমনই মেসেজ গিয়েছে বহু মানুষের ফোন নম্বরে। জানা যাচ্ছে, আদপে মেসেজটি ভুয়ো। নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকের দল, ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করেই চলছে মানুষ ঠকানোর কারবার। সেখানেই নয়া সংযোজন হল ভারত সরকারের অর্থমন্ত্রকের নামে পাঠানো এই ভুয়ো মেসেজ।

মেসেজে লেখা হচ্ছে, দেশের নাগরিকরা আর্থিক দূরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই পরিস্থিতির গুরুত্ব বিচার করে সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশবাসীকে আর্থিক সংকট থেকে উদ্ধার করতে; তাদের প্রত্যেককে ৩২,৮৪৯ টাকা দেওয়া হবে। এমনকি রেজিস্টার করার জন্য লিংক (একটি ওয়েব অ্যাড্রেস) পর্যন্ত দেওয়া হয়েছে। বলা হচ্ছে, যাঁরা এই টাকা পাওয়ার শর্ত পূরণ করবে, তাঁদের অর্থাৎ দরিদ্র মানুষদের টাকা দেওয়া হবে। লিংকে গিয়ে রেজিস্টার করতে বলা হচ্ছে। আদপে গোটা বিষয়টিই ভুয়ো। পশ্চিমবঙ্গ সরকারের আয়কর ও অর্থমন্ত্রকের তরফে এই ভুয়ো মেসেজের বিরুদ্ধে সচেতনামূলক প্রচার চালানো হচ্ছে। ভুয়ো মেসেজ থেকে সতর্ক থাকতে অনুরোধ করছে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen