ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ? জানুন আসল তথ্য

May 26, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াজুড়ে একটাই খবর ছড়াচ্ছে। একাধিক ভিডিয়ো ও পোস্ট করে বলা হচ্ছে, আমফান অতীত, আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। ইসরোর উপগ্রহ থেকে নাকি বোঝা গেছে ঘূর্ণিঝড় নিসর্গ তৈরি হচ্ছে আরব সাগরে। কোনও কোনও সংবাদমাধ্যমও এমন খবর অনলাইনে প্রকাশ করেছে। ফলে ভাইরাল হয়েছে এই খবর।

এই তথ্য কি সঠিক?

না, উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে এখন কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেও কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস নেই।

গত ২৮ এপ্রিল দিল্লির মৌসম ভবন উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে পরবর্তী ১৬৯টি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রকাশ করে। বাংলাদেশ, ভারত, ইরান, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, ইয়েমেন—এই ১৩টি দেশের প্রত্যেকে ১৩টি করে ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে।

উত্তর ভারত মহাসাগর অঞ্চলের এই ১৩ দেশের ইংরেজি নামের আদ্যক্ষরের ক্রমানুসারে সাজানো হয় এই নামের তালিকা। তার মানে সবার আগে থাকবে বাংলাদেশের দেওয়া নাম, তারপর ভারতের, তারপর ইরান… এই ভাবে। সেই তালিকা অনুযায়ী পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হবে ‘নিসর্গ’। এই নাম দিয়েছে বাংলাদেশ। তারপরের ঝড়টির নাম ‘গতি’, এই নাম ভারতের দেওয়া।

ছোট এবং সহজ ভাবে উচ্চারণ করা যাবে, এমন নামই ঠিক করা হয়। ওই নামের মধ্যে দেশের ভাষাগত ও সাংস্কৃতিক বৈশিষ্ট থাকা জরুরি। প্রায় এক মাস আগে এই তালিকা তৈরি হলেও আমপান আছড়ে পড়ার পর থেকেই নিসর্গ নামটা উঠে আসে আলোচনার কেন্দ্রে।

কবে আসবে পরের ঘূর্ণিঝড়? এই বিষয়ে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ১০ দিনে বঙ্গোপসাগের ঘূর্ণিঝড়ের সম্ভাবনাই নেই। ভবিষ্যতে যদি কোনও দিন ঘূর্ণিঝড় তৈরি হয় তার নামকরণ হবে নিসর্গ। ঘূর্ণিঝড় তৈরি হলেই যে বাংলাতেই আসবে তারও ঠিক নেই। আগের যে ঘূর্ণিঝড়ের তালিকা ছিল, সেই তালিকায় শেষ নাম ছিল আমপান।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen