৫০০ টাকার জাল নোট বাড়ছে, রিপোর্ট আরবিআইয়ের

গত এপ্রিল থেকেই নগদ লেনদেনের ক্ষেত্রে আরও বেশি করে ১০০ ও ২০০ টাকার নোট চালু করার উপর জোর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ঠিক এক মাস পর ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন মোদী সরকারের গরিষ্ঠতা বজায় রাখার ‘অন্তরাত্মা’ তেলুগু দেশম পার্টির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

May 31, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: গত এপ্রিল থেকেই নগদ লেনদেনের ক্ষেত্রে আরও বেশি করে ১০০ ও ২০০ টাকার নোট চালু করার উপর জোর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ঠিক এক মাস পর ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন মোদী সরকারের গরিষ্ঠতা বজায় রাখার ‘অন্তরাত্মা’ তেলুগু দেশম পার্টির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

এই আবেদনের ঠিক ২৪ ঘণ্টার মধ্যে ৫০০ টাকার জাল নোটের বাড়বাড়ন্ত নিয়ে খোদ রিজার্ভ ব্যাঙ্কেরই রিপোর্ট প্রকাশ। এই ঘটনাপরম্পরা নিয়ে এখন জল্পনা তুঙ্গে- এবার কি ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে? উল্লেখ্য, রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাপা হয়েছিল ২০০০ ও ৫০০ টাকার নতুন নোট। সাত বছর যেতে না যেতে নতুন করে ছাপা সেই ২০০০ টাকার নোটই বাজার থেকে তুলে নিয়েছে মোদী সরকার। এবার শঙ্কা বাড়ছে ৫০০ টাকার নোট নিয়ে!

গত ২৮ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক সার্কুলার জারি করে দেশের সব ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছিল—এবার থেকে এটিএমগুলিতে আরও বেশি করে ১০০ এবং ২০০ টাকার নোট রাখার ব্যবস্থা করতে হবে। এমনকী এজন্য সময়সীমা পর্যন্ত ধার্য করে দেওয়া হয়। সার্কুলার অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক ব্যাঙ্ককে অন্তত ৭৫ শতাংশ এটিএমে ১০০ ও ২০০ টাকার নোট রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে তা বাড়িয়ে করতে হবে ৯০ শতাংশ। এমনকী, ১০০, ২০০ এবং ১০ টাকার নোট আরও বেশি করে ছাপার সিদ্ধান্তও নেওয়া হয়।

এই সার্কুলার জারির ঠিক এক মাস পর, গত ২৮ মে নিজের দলের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে চন্দ্রবাবু নাইডু বলেছেন, ‘আমি কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাঙ্ক এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, ৫০০ টাকার নোট বাতিল করুন। দুর্নীতি প্রতিরোধে এই পদক্ষেপ জরুরি। আমি প্রধানমন্ত্রীকে বলছি, ৫০০ কিংবা ২০০০ টাকার মতো বড় বড় নোটের দরকার নেই। ডিজিটাল কারেন্সির উপর জোর দিন। আর্থিক দুর্নীতির প্রতিরোধে এটা কার্যকরী।’

এরপর বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক জাল নোট সংক্রান্ত রিপোর্টটি সামনে এনেছে। যেখানে বলা হচ্ছে, ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে ৩৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৫০০ টাকার জাল নোট চিহ্নিতকরণ। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে যত এমন জাল ৫০০ টাকার নোট ধরা পড়েছে, সেগুলির মোট আর্থিক অঙ্ক ৫ লক্ষ ৮৮ হাজার কোটি টাকা। তার আগের আর্থিক বছরে ছিল ৪ লক্ষ ২৮ হাজার কোটি টাকা।

শুধু ৫০০ নয়, ২০০ টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে ১৩.৯ শতাংশ। সবথেকে বিস্ময়কর হল, ১০, ২০, ৫০, ১০০ টাকা—সব নোটই জাল হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen