ফলহারিনী কালীপুজোয় শিকার উৎসব ঠেকাতে তৎপর বনদপ্তর
গত কয়েক বছর ধরে বন্যপ্রাণ শিকার আটকাতে তৎপর বনদপ্তর। রেল ও সড়কপথ ছাড়াও নানানভাবে শিকারিরা এ সময় হাওড়ায় আসেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী বৃহস্পতিবার ফলহারিনী কালীপুজো, ওই দিন শিকার উৎসবে অংশ নেওয়ার জন্য মুখিয়ে থাকেন বন্যপ্রাণ শিকারিরা। গত কয়েক বছর ধরে বন্যপ্রাণ শিকার আটকাতে তৎপর বনদপ্তর। রেল ও সড়কপথ ছাড়াও নানানভাবে শিকারিরা এ সময় হাওড়ায় আসেন। তাই এবার বিভিন্ন জায়গায় নজরদারি চালানোর উদ্যোগ নিয়েছে বনদপ্তর। প্রশাসনের বিভিন্ন দপ্তর ও পরিবেশপ্রেমী সংগঠনগুলি সাহায্যে এগিয়ে এসেছে। কয়েকেদিন আগে উলুবেড়িয়ার বীরশিবপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শিকার রোখা নিয়ে রেল পুলিশ, পুলিশ-প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন বনদপ্তরের আধিকারিকরা। ওই বৈঠকে ঠিক হয়, বন্যপ্রাণ শিকার রুখতে সোমবার থেকে শনিবার পর্যন্ত জেলাজুড়ে নজরদারি চালাবে পুলিশ-প্রশাসন।
নদীপথেও অনেক শিকারি হাওড়ায় প্রবেশের চেষ্টা করেন। জলপথে শিকারিদের ঠেকাতে, হাওড়া-মেদিনীপুর জলপথ সীমান্ত এলাকায় সজাগ থাকতে নৌকার মাঝিমাল্লা থেকে যাত্রীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হল। বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন নদীর ঘাটগুলিতে গিয়ে নৌকার মাঝিমাল্লাদের সর্তক থাকতে বলে। হ্যান্ডবিলও বিতরণ করা হয়। মাঝিমাল্লাদের বলা হয়েছে, শিকারিদের এলাকায় দেখামাত্র ফোন করে জানাতে। ফলে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার আগে শিকারিদের চিহ্নিত করার যাবে। এতে বন্যপ্রাণ শিকার রোখা যাবে।