সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার, পুলিশকর্মী গ্রেপ্তারে জোরালো হল দাবি

গত শুক্রবার মধ্য রাতে আনিসের মৃত্যুর পর থেকে তোলপাড় শুরু হয়েছে। বুধবার ওই ঘটনায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে।

February 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য সরকার। দুই পুলিশকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু তার পরেও সিট-এর উপর ভরসা রাখতে পারছেন না আনিসের পরিবারের সদস্যেরা। ছাত্রনেতার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআইয়ের উপরেই ভরসা রাখছেন।

গত শুক্রবার মধ্য রাতে আনিসের মৃত্যুর পর থেকে তোলপাড় শুরু হয়েছে। বুধবার ওই ঘটনায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে সাংবাদিক বৈঠকে নাম না করে এ কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এ নিয়ে তথ্য দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যও। তবে এই পদক্ষেপের পরেও সিবিআই তদন্তের দাবিতেই অনড় আনিসের পরিবার।

যাঁরা অপরাধী তাঁরাই যে গ্রেপ্তার হয়েছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আনিসের দাদা সাব্বির খান। সাব্বিরের কথায়, ‘‘আমরা খুশি। গ্রেপ্তার হয়েছে শুনে ভাল লেগেছে। দিদি কাজ করছেন শুনে ভাল লেগেছে। কিন্তু ওরা কি অপরাধীদের গ্রেপ্তার করেছে? না কি সন্দেহজনক হিসাবে গ্রেপ্তার করেছে? ওরা যে দোষী তা প্রমাণিত হয়েছে? সঠিক লোক গ্রেপ্তার হয়েছে এটা বিশ্বাস হচ্ছে না। আমরা সিবিআই-ই চাই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen