SIR in Bengal: কেন্দ্রকে কাঠগড়ায় তুলে FIR দায়ের NRC আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রৌঢ়ের পরিবারের

October 30, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫২: শুরু হয়েছে SIR, ভয়ে কাঁটা বাঙালি। গ্রাস করেছে আতঙ্ক। আত্মঘাতী হয়েছেন পানিহাটির প্রদীপ কর। তাঁর মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। পরিবারের অভিযোগ, NRC-র আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। প্রৌঢ়ের মৃত্যুর তদন্তের দাবিতে খড়দহ থানায় এফআইআর দায়ের করলেন মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী কর। অভিযোগপত্রে তিনি কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

প্রদীপ কর ছিলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূলের দাবি, এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। বিজেপি তা মানতে নারাজ। বুধবার মৃত প্রদীপ করের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। বৃহস্পতিবার সকালে খড়দহ থানার দ্বারস্থ হলেন মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী।

খড়দহ থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে মৌসুমী লেখেন, “কেন্দ্র NRC-র নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আমি চাই আমার ভাসুরের মৃত্যুর তদন্ত হোক।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen