বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং আর নেই

রোববার স্থানীয় সময় সকালে তার এ মৃত্যু হয়।

January 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রয়াত ল্যারি কিং

করোনাভাইরাসে(Corona Virus) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিএনএনের(CNN) বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং(Larry King)। রোববার স্থানীয় সময় সকালে তার এ মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। খবর সিএনএনের।
খবরে বলা হয়, ল্যারি কিং ৬৩ বছর ধরে রেডিও(Radio), টেলিভিশন(Television) ও ডিজিটাল মিডিয়ায়(Digital Media) বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার জীবনে তিনি হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন।
তার সঞ্চালনায় ‘ল্যারি কিং লাইভ’(Larry King Live) শিরোনামে গত ২৫ বছরেরও বেশি সময় ধরে সিএনএনে অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।
তারকাদের নিয়ে আলোচনা করতে করতে এক পযায়ে ল্যারি কিং নিজেই তারকা হয়ে ওঠেন। ‘ল্যারি কিং লাইভ’- নামের আলোচিত অনুষ্ঠান বাংলাদেশেও জনপ্রিয় হয়। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen