বিতর্ক অতীত, শীঘ্রই ছোটপর্দায় কফি নিয়ে ফিরছেন করণ

সব মিলিয়ে আবার একটা আকর্ষক টকশো হতে চলেছে।

April 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Feminism In India

গত কয়েক বছর ধরে করণ জোহরের ‘কফি উইথ করণ’ টকশো বারবার খবরে উঠে এসেছিল। অবশ্য ভালো কারণে নয়। বলিউডের অপেক্ষাকৃত অনামী অভিনেতাদের এই শোতে একপ্রকার হাসির খোরাক করা হতো, এমনটাই অভিযোগ ছিল নেটিজেনদের। সেই অভিনেতাদের তালিকায় ছিলেন সুশান্ত সিং রাজপুতও। সুশান্তের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন এই শো বন্ধ করে দেওয়া দরকার। বন্ধ হয়েও গিয়েছিল। 


এখন শোনা যাচ্ছে, করণ তাঁর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং শেষ করার পরই ‘কফি উইথ করণ’-এর প্রি-প্রোডাকশন শুরু করে দেবেন। তারপরই মে মাসের মাঝামাঝি সময় থেকে শ্যুটিংও শুরু হয়ে যাওয়ার কথা। সূত্রের খবর, এবার শোতে অক্ষয়কুমার, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, নীতু সিং (কাপুর), অনিল কাপুর, কিয়ারা আদবানি সহ আরও অনেকেই এই নতুন সিজনে আসবেন। এছাড়াও এই মুহূর্তে তরুণ প্রজন্মের ক্রাশ রশ্মিকা মান্দানারও আসার কথা রয়েছে। এমনকী রণবীর কাপুর ও আলিয়া ভাটও তাঁদের বিয়ের পর প্রথম এখানেই আসবেন বলে বাতাসে ভাসছে। সব মিলিয়ে আবার একটা আকর্ষক টকশো হতে চলেছে। কিন্তু কতখানি বিতর্কের বাইরে থাকতে পারেন করণ জোহর, তা সময় বলবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen