জুবিন গর্গ মৃত্যুকাণ্ডে ধৃতদের গাড়িতে হামলা অনুরাগীদের, গুলি চালাল পুলিশ, উত্তাল অসম

October 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:১৯:  গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যু (Zubeen Garg’s Death) ঘিরে উত্তেজনা চরমে পৌঁছল অসমে। বুধবার বাকসা জেলার জেলের বাইরে ধৃতদের জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন জুবিন অনুরাগীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো, ইট, পাথর। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় বলে অভিযোগ।

জুবিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গর্গ, নাগেশ্বর বরা ও পরেশ বৈশ্যকে কড়া নিরাপত্তায় বাকসা জেলে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই জেলের বাইরে জড়ো হন স্থানীয় বাসিন্দা ও অনুরাগীরা। তাঁদের হাতে ছিল #JusticeForZubeenGarg লেখা প্ল্যাকার্ড। পুলিশ কনভয় জেলের সামনে পৌঁছতেই উত্তেজিত জনতা ধৃতদের নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি তোলে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর পুলিশ শূন্যে গুলি চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন এক মহিলা পুলিশ কর্মী ও এক সাংবাদিক। পুলিশের একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে।

ধৃতদের আপাতত কঠোর নজরদারিতে রাখা হয়েছে বাকসা জেলে। জেলের নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় এখনও উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় জুবিন গর্গের। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। অসম সরকার ইতিমধ্যেই এই রহস্যমৃত্যুর তদন্তে সিট গঠন করেছে এবং গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen