মোজার উপরে আইফোন, মধ্যরাতে অমিতাভের কাণ্ড দেখে হতবাক ভক্তরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৫: সোমবার ভোরবেলায় সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এক রহস্যময় পোস্ট করে চমকে দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সময়টা তখন ভোর সাড়ে চারটে। ঘুম ভাঙতেই এমন অদ্ভুত পোস্ট দেখে চমকে উঠেছেন নেটাগরিকেরা।
অমিতাভের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে – সাদা রঙের মোজা পরা তাঁর পা, আর তার উপরে মুঠোফোনের ছায়া। সঙ্গে ক্যাপশন, ‘মোজার উপরে আইফোন। আবার আইফোনের নীচে মোজা। আমি তো বুঝতেই পারছি না ভাই, এটা আমি কী খুঁজে পেলাম আআআ… কু কু কু কু।’
এই বাক্য দেখেই শুরু নেটপাড়ায় জল্পনা। কেউ বলছেন, “এতে নিশ্চয়ই কোনও ইঙ্গিত আছে।” আবার কেউ হাসির ইমোজি দিয়ে লিখেছেন, “এ কেবল বিগ বি-ই পারেন এমন রহস্যে ভরা পোস্ট করতে!” তবে অনেকেই অবাক – হঠাৎ এমন কথা কেন লিখলেন অমিতাভ? এর নেপথ্যে কি কারও প্রতি ইঙ্গিত লুকিয়ে আছে?
এক নেটাগরিক প্রশ্ন করেছেন, “কী হয়েছে আপনার, আপনি এসব কী লিখছেন?” অন্যদিকে অনেকে মনে করছেন, হয়তো এটি তাঁর মজার ছলে করা এক আত্ম-বিদ্রুপ বা নিছকই হালকা মুহূর্তের শেয়ার।
তবে এখনও পর্যন্ত অমিতাভ নিজে এই পোস্টের ব্যাখ্যা দেননি। যে কারণই হোক, ভোরবেলার সেই কয়েকটি শব্দেই ফের প্রমাণ করে দিলেন- বিগ বি আজও জানেন, কী ভাবে কৌতূহল জাগাতে হয় গোটা নেটদুনিয়ার মনে।