আজ দেশজুড়ে কৃষকদের ‘ধিক্কার দিবস’

অনুভূতিহীন কৃষক বিরোধী মোদী সরকারকে ধিক্কার জানাবেন কৃষকেরা

December 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কৃষক আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আজ ২৬ ডিসেম্বর গোটা দেশে ‘ধিক্কার দিবস’ পালনের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি (এ আই কে এস সি সি)। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এইদিন একদিকে যেমন অনুভূতিহীন কৃষক বিরোধী মোদী সরকারকে ধিক্কার জানাবেন কৃষকেরা তেমনি অন্যদিকে আদানি আম্বানিদের‌ সংস্থার সামনে বিক্ষোভ দেখিয়ে কর্পোরেট লুটের প্রতিবাদ জানানো হবে। ‌ এর সঙ্গে আদানি আম্বানিদের পণ্য বয়কটের জন্য আবেদন জানানো হয়েছে।

তাছাড়া সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি পরের দিন ২৭ ডিসেম্বর আরেকটি কর্মসূচির কথা ঘোষণা করেছে।‌ ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্রর মোদীর একতরফা ‘মন কি বাত’করার বিরোধিতা করে তা চলার সময় উল্টে ‘থালা পিটো’ কর্মসূচি পালন করা হবে।

সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি জানিয়েছে, তিনটি কৃষি আইন এবং বিদ্যুৎ সংশোধনী বিল বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলন চালাচ্ছে। এক মাস ধরে দুই লক্ষ কৃষক ধরনা চালাচ্ছে অথচ এই সরকার কৃষকদের মূল সমস্যার কথা এড়িয়ে সংশোধনের প্রস্তাব দিয়ে আলোচনায় ডাকছে। ফলে তা গ্রহণ করা কৃষকদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুটা আক্ষেপের সুরেই এই সংগঠন জানিয়েছে, মোদী সরকার ইচ্ছাকৃতভাবেই কৃষকদের বক্তব্য বুঝতে চাইছে না। যার জন্য এই সরকারের সমস্যা সমাধানের কোনো সদিচ্ছা নেই বলে অভিযোগের আঙুল তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen