কঙ্গনাকে চড় কান্ডে অভিযুক্ত CISF জওয়ানের সমর্থনে পথে নামল কৃষক সংগঠনগুলি

কুলবিন্দরের সঙ্গে কোনও অবিচার করা উচিত নয়।

June 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
CISF জওয়ানের সমর্থনে পথে নামল কৃষক সংগঠনগুলি

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের সমর্থনে এবার পথে নামল কৃষক সংগঠনগুলি। সংযুক্ত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চা-সহ একাধিক কৃষক সংগঠনের সদস্যরা রবিবার পাঞ্জাবের মোহালিতে মিছিল করেন। কৃষক সংগঠনগুলোর দাবি, ঘটনার তদন্ত করতে হবে। কুলবিন্দর কৌরের বিরুদ্ধে কোনওরকম অবিচার করা চলবে না। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কুলবিন্দরের সঙ্গে কোনও অবিচার করা উচিত নয়। কৃষক আন্দোলন সম্পর্কে কুকথার জন্য বলিউড অভিনেত্রী কঙ্গনার তীব্র সমালোচনা করেছেন কৃষক নেতারা।

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার অভিযোগ ওঠে কুলবিন্দরের বিরুদ্ধে। মোহালি পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দুই জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। বলিউডের নীরবতা নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। যদিও পরে পোস্ট মুছে দেন। তবে ধীরে ধীরে অভিনেতা, অভিনেত্রীরা মুখ খুলছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen