লখিমপুরের পর হরিয়ানায় বিজেপি এমপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত কৃষক

আহত কৃষককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

October 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোটা দেশ তোলপাড় উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur) কৃষকমৃত্যুকে ঘিরে। এবার লখিমপুর কাণ্ডের ছায়া হরিয়ানার (Haryana) আম্বালায়। এক বিজেপি (BJP) সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠল কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপরে গাড়ি চালিয়ে দেওয়ার। ঘটনায় একজন কৃষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত কৃষককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযুক্ত বিজেপি সাংসদের নাম নায়েব সাইনি। বিক্ষোভকারীদের দাবি, কুরুক্ষেত্রের ওই সাংসদের নারায়ণগড়ের বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসেন গেরুয়া শিবিরের বহু নেতা। তাঁদের মধ্যে ছিলেন কয়লামন্ত্রী মূলচাঁদ শর্মাও। সেই সময় সাইনির বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে হাজির হন বহু কৃষক। অনুষ্ঠান শেষেই ঘটে বিপত্তি। আচমকাই বিক্ষোভকারীদের ধাক্কা মারে একটা গাড়ি। বিক্ষোভকারীদের দাবি, ১০ অক্টোবরের মধ্যে যদি গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। তা না করা হলে থানা ঘেরাও করা হবে।

প্রসঙ্গত, গত রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে লখিমপুরে ৪ জন কৃষকের মৃত্যু হয়। এমন মর্মান্তিক ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে সেখানে। অশান্তির মাঝে পড়ে আরও ৪ জন প্রাণ হারান। গোটা ঘটনাকে ঘিরে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

মামলার পরবর্তী শুনানি আগামিকাল শুক্রবার। তার আগেই এই মামলায় কারা মূল অভিযুক্ত, ঠিক কী হয়েছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, ক’জনকে গ্রেপ্তার করা হয়েছে, সবটা স্টেটাস রিপোর্টের মাধ্যমে শীর্ষ আদালতকে জানাবে উত্তরপ্রদেশ সরকার। সেই বিতর্কের মাঝেই এবার হরিয়ানাতেও বিক্ষোভকারী কৃষকদের আঘাত করার অভিযোগ উঠল বিজেপি সাংসদের বিরুদ্ধেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen