কৃষকদের মৃত্যুমিছিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে, BJP-কে নিশানা তৃণমূল সহ বিরোধীদের

July 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: নানান তথ্য-পরিসংখ্যান বলে, মোদী আমলে দেশে কৃষকদের দুর্দশা বাড়ছে। স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ কৃষি আন্দোলন হয়েছিল মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। আজও অন্নদাতাদের আন্দোলন চলছে কিন্তু দিন ফেরেনি কৃষকদের। উল্টে কৃষকদের উপর বিজেপি সরকারের দমনপীড়ন চলছেই।
সারের দাম, ঋণের বোঝা, ফসলের দাম না-পাওয়ায় কৃষকেরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এরই মধ্যে দেশের অন্যতম কৃষি প্রধান রাজ্য মহারাষ্ট্রের এক মর্মান্তিক পরিসংখ্যান উঠে এল।

ডাবল ইঞ্জিন মহারাষ্ট্রে বছরের প্রথম তিন মাসে কার্যত কৃষকদের মৃত্যুমিছিল চলছে। গত জানুয়ারি থেকে মার্চের মধ্যে আত্মহত্যা করেছেন ৭৬৭ জন কৃষক। বুধবার, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সরকার সে রাজ্যের বিধানসভা এই তথ্য পেশ করেছে। এরপরই ঝড় উঠেছে। বিজেপি সরকার ও মোদীকে নিশানা করেছে কংগ্রেস, তৃণমূল। মহারাষ্ট্রের এহেন মর্মান্তিক হালের জন্য সরকারি নীতিকেই কাঠগড়ায় তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে এক হাত নিয়ে কংগ্রেস সাংসদ লিখেছেন, ৭৬৭টি পরিবার নষ্ট হয়ে গিয়েছে। এই ধাক্কা পরিবারগুলি কোনওদিনই আর সামলে উঠতে পারবে না। কিন্তু, সরকার কী করছে?
মোদী পুরনো প্রতিশ্রুতির কথা উল্লেখ করে রাহুল লিখছেন, মোদীজি বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করে দেবেন। কিন্তু অন্নদাতাদের জীবনে এখন অন্ধকার নেমে এসেছে। অন্যদিকে মোদীজি নিয়ে প্রচার করে যাচ্ছেন।

মোদী প্রায় একদশক পুরনো একটি পোস্টকে তুলে ধরে সরব হয়েছে দেশের অন্যতম বিরোধী দল তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আগের মোদী সমাজ মাধ্যমে লিখেছিলেন, আত্মহত্যা কোনও সমস্যার সমাধান করতে পারবে না। একথা তিনি কৃষকদের জানিয়েছেন। তাঁদের আশ্বাস দিয়েছেন, একসঙ্গে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে তৃণমূলের অভিযোগ, কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। নূন্যতম সহায়ক মূল্যে আইনি নিশ্চয়তা মেলেনি। ঋণে ডুবে থাকা দুর্দশা ঋণ মুক্তির কোনও পথ নেই। শেষ সঞ্চয়টুকুও আর থাকছে না। অধিকারের দাবিতে পথে নামলে লাঠি এবং কাঁদানে গ্যাস সহ্য করতে হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen