অমিত বৈঠক নিষ্ফলা, অনড় কৃষকরা

তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় অনড় রইলেন কৃষক নেতারাও

December 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আন্দোলনকারী কৃষকদের ক্ষোভ (Farmers Protest) সামলাতে আজ সরাসরি আলোচনায় বসলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় অনড় রইলেন কৃষক নেতারাও। ফলে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বৈঠকে সমাধানসূত্র অধরাই রইল। 

এর জেরে আগামিকাল মোদী সরকারের মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের নির্ধারিত বৈঠক হচ্ছে না বলে কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা রাতে জানান। কারণ, সরকার প্রস্তাব দিয়েছে, কৃষক নেতারা আগে আলোচনা করে নিন। তার পরে বৃহস্পতিবার বৈঠক হোক। জানা গিয়েছে, আগামিকাল বেলা ১১টার মধ্যে সরকার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠাবে। তার পর সিংঘু সীমানায়  বেলা ১২টায় বৈঠক করবেন কৃষক সংগঠনের নেতারা। 

তবে বৃহস্পতিবারও কৃষক সংগঠনের নেতারা আদৌ বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন হান্নান। তিনি বলেন, ‘‘সরকার গত পাঁচটি বৈঠক ধরে একই কথা বার বার বলছে। অমিত শাহকে আমরা বলেছি, নতুন কথা বলুন। একই কথা আওড়ে কী লাভ? দেখা যাক, সরকার কী লিখিত প্রস্তাব দেয়। আমরা পরের বৈঠকে যোগ দেব কি না, তা কালই ঠিক হবে। তবে এর সম্ভাবনা কম।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen