আজ ফের কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান, সতর্কতা জারি দিল্লি পুলিশের
আন্দোলনকারীরা কড়া ভাষায় বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যে যদি একজন কৃষকের মৃত্যু হয় তাহলে আগুন জ্বলবে।
March 6, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ফের দিল্লি চলো কর্মসূচিতে সামিল হচ্ছেন দেশের কৃষকরা। কিষাণ মজদুর মোর্চা এবং কিষাণ মোর্চা কৃষকদের বুধবার ‘দিল্লি চলো’ অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। দিল্লি পুলিশ টিকরি, সিংগু এবং গাজিপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
আন্দোলনকারীরা কড়া ভাষায় বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যে যদি একজন কৃষকের মৃত্যু হয় তাহলে আগুন জ্বলবে।
আন্দোলনকারী কৃষকরা তাদের দাবিতে ১০ মার্চ দেশব্যাপী চার ঘণ্টার রেল রোকোরও ডাক দিয়েছে। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, কৃষকদের দাবি পূরণে সরকারকে চাপ দিতে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশে ‘রেল রোকো’ আন্দোলন চলবে।