বাবা-ছেলের ‘ডান্স কানেকশন’! ‘ধুরন্ধরে’ অক্ষয়ের নাচের স্টেপে হঠাৎই ট্রেন্ডে বিনোদ খন্নার ৩৬ বছরের পুরোনো ভিডিও

December 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৪: ধুরন্ধর সিনেমা মুক্তির পর অক্ষয় খন্না এখন সোশ্যাল মিডিয়ার সব থেকে হট টপিক। ধুরন্ধরে ‘রহমান ডাকাত’ চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে ফিল্মের ভাইরাল ট্র্যাক FA9LA–তে অক্ষয়ের নাচের স্টেপ ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। এই উন্মাদনার মধ্যেই নতুন করে ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও—তাঁর বাবা, কিংবদন্তি অভিনেতা বিনোদ খন্না কে ঘিরে।

 


ট্রেন্ডিং ওই ক্লিপটিতে দেখা যায়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, রেখা এবং বিনোদ খন্নার সঙ্গে এক মঞ্চে জমিয়ে নাচছেন। ১৯৮৯ সালে লাহোরে একটি চ্যারিটি ইভেন্টের সেই ভিডিওতে বিনোদ খন্নার হাতের ভঙ্গিমা নেটিজেনদের মনে করিয়ে দিচ্ছে অক্ষয়ের FA9LA-র মুহূর্তগুলো। দুই প্রজন্মের দুই তারকার নাচের মিল এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বড় আলোচনার বিষয়।

এদিকে, ধুরন্ধরের ভাইরাল নাচের দৃশ্য নিয়ে অভিনেতা দানিশ পান্ডোর একটি সাক্ষাৎকারও নতুন করে চর্চা হচ্ছে। তিনি জানান, অক্ষয়ের নাচের স্টেপ আদতে কোনও কোরিওগ্রাফির ফল নয়। লেহ-লাদাখে শুটের সময় মাঝেই অক্ষয় পরিচালক আদিত্য ধারকে জিজ্ঞেস করেন—“আমি কি একটু নাচতে পারি?” উত্তর আসে—“তোমার যেটা ভালো লাগে, করো।” আর সেই এক টেকেই অক্ষয় ইম্প্রোভাইজ করে ফেলেন এমন কিছু দুর্দান্ত স্টেপ, যা দেখে ইউনিটের সবাই হতবাক হয়ে যান। শট শেষ হতেই সেটে করতালির ঝড় ওঠে।

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ধুরন্ধর, পরিচালনায় আদিত্য ধার। ফিল্মের সাফল্যের পাশাপাশি অক্ষয়ের স্বতঃস্ফূর্ত নাচই এখন ডিজিটাল দুনিয়ার নতুন ভাইরাল সেনসেশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen