পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন প্রবাসী ভারতীয় সমলিঙ্গ পুরুষ দম্পতি

হিন্দু রীতি মেনে বিয়ে করার কারণে, তারা সে সময় ভাইরাল হয়েছিলেন।

January 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

অভিভাবক হতে চলেছেন সমলিঙ্গ পুরুষ দম্পতি আদিত্য মাদিরাজু এবং অমিত শাহর। ২০১৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হিন্দু রীতি মেনে বিয়ে করার কারণে, তারা সে সময় ভাইরাল হয়েছিলেন। বিয়ের প্রায় তিন বছরেরও বেশি সময় পর তাদের স্বপ্নপূরণ হতে চলেছে। সমাজমাধ্যমে প্রবাসী ভারতীয় সমলিঙ্গ পুরুষ দম্পতি নিজেরাই তাদের সন্তান আসার সুখবর দিয়েছেন।

আইভিএফ পদ্ধতিতে তাদের সন্তান আসছে। ডিম্বাণু দাত্রী তথা সরোগেট গর্ভদাত্রী বেছে নিয়েছেন ওই দম্পতি। সম্প্রতি তারা পিতৃত্বকালীন ফটো শ্যুটও করেন। তারা বলছেন, তারা সমকামী অভিভাবক নন, কেবল অভিভাবক হতে চান। তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত তাদের মতো বহু দম্পতিকে আশার আলো দেখাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen