বিমান পরিষেবায় ক্লান্তি ও কর্মী সংকট: সংসদীয় কমিটির রিপোর্টে উদ্বেগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৩: ভারতের বিমান পরিষেবার নিরাপত্তাকে ঘিরে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি (Parliamentary Standing Committee)। বিমান চালক এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা ক্লান্তি এবং কর্মী সংকটকে বিমান নিরাপত্তার জন্য ঝুঁকি বলে চিহ্নিত করা হয়েছে কমিটির রিপোর্টে। সংসদে পেশ করা ৩৬ পৃষ্ঠার এই রিপোর্টে একটি আধুনিক ক্লান্তি ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চাপ এবং ক্লান্তি বিমান চালক এবং এটিসির (ATC) দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে, এবং এটি বিমান চলাচলের নিরাপত্তাকে (safety) বিঘ্নিত করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের রেকর্ড পরিমাণ কর্মীসংকটের বিষয়টিও তুলে ধরেছে কমিটি, এবং জানিয়েছেন যে তাঁরা অত্যাধিক এবং নিরবিচ্ছিন্ন চাপের মধ্যে কাজ করছেন।
শুধু তাই নয়, একটি দণ্ডমূলক সংস্কৃতির কারণে ভুল গোপন রাখার প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করে কমিটি। এর পরিবর্তে একটি “ন্যায়ভিত্তিক সংস্কৃতি” নীতির গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে ভুলের রিপোর্ট করাকে উৎসাহিত করা হবে। এজন্য একটি আইনিভাবে সুরক্ষিত তথ্যদাতা সুরক্ষা কাঠামোরও প্রস্তাব করা হয়েছে।
বিমান চালকদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজনেরও পরামর্শ দিয়েছে কমিটি।