অমিতাভ বচ্চনের উপর হামলার আশঙ্কা, দিলজিৎ দোসাঞ্জকে নিয়েও বাড়ছে উদ্বেগ

October 31, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৪৩: বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাঁর সৌজন্যমূলক সাক্ষাৎকারের পর থেকেই খালিস্তানি সংগঠনগুলির একাংশের তরফে বচ্চনের বিরুদ্ধে হুমকি বাড়তে শুরু করেছে।

সংস্থার সূত্রে খবর, এই হুমকিগুলি এখন নিরাপত্তা দফতরের মূল্যায়নের অধীনে রয়েছে। মূলত বচ্চন ও দোসাঞ্জের সাম্প্রতিক সাক্ষাৎ এবং অনুষ্ঠানে দোসাঞ্জের শ্রদ্ধাসূচক আচরণকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করার জন্য দোসাঞ্জকে লক্ষ্য করে ক্ষোভ উগরে দিয়েছে খালিস্তানি সংগঠন *Sikhs for Justice (SFJ)*। সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নু অস্ট্রেলিয়ায় দোসাঞ্জের আগামী ১ নভেম্বরের কনসার্ট বন্ধ করার হুমকি দিয়েছেন।

SFJ অভিযোগ করেছে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সময় অমিতাভ বচ্চন নাকি উস্কানিমূলক স্লোগান “খুন কা বদলা খুন” দিয়েছেন। তাঁদের দাবি, সেই সময় এই স্লোগানেই দেশজুড়ে হাজার হাজার শিখের উপর নৃশংস আক্রমণ নেমে এসেছিল।

অন্যদিকে, দোসাঞ্জের Aura 2025 কনসার্ট ঘিরেও উদ্বেগে রয়েছে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা। মেলবোর্ন পুলিশের তথ্যানুসারে, খালিস্তানি সংগঠন SFJ ওই অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ও ‘শাটডাউন র‍্যালি’র ডাক দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় #BoycottDiljit এবং #PanthicJustice হ্যাশট্যাগ ছড়িয়ে দেওয়া হচ্ছে সংগঠিতভাবে, যেখানে ১৯৮৪ সালের দাঙ্গার ছবি ও আবেগঘন বার্তা ব্যবহার করে অনলাইনে প্রচার চালানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র ক্ষোভ নয়, বরং বিদেশি প্রভাবিত একটি সংগঠিত ডিজিটাল প্রচার অভিযান, যার উদ্দেশ্য বিভাজনমূলক মনোভাব উসকে দেওয়া ও প্রভাব বিস্তার করা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen