সত্যি হল আশঙ্কা! গ্রেপ্তার লাদাখ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক

September 26, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৩: লাদাখে চলমান গণআন্দোলনের আবহে সত্যি হল আশঙ্কা। ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuck) গ্রেপ্তার করল পুলিশ। আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন।

দুই দিন আগে লেহ-লাদাখে গণবিক্ষোভের পর থেকেই তাঁর গ্রেপ্তারির আশঙ্কা ঘনীভূত হচ্ছিল। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, “বহু নেতা অনশন প্রত্যাহারের অনুরোধ করলেও সোনম তা মানেননি। আরব বসন্তের কায়দায় আন্দোলন উস্কে দিয়েছেন এবং নেপালের জেন জি আন্দোলনের উদাহরণ দিয়ে জনতাকে বিভ্রান্ত করেছেন।”

বিবৃতিতে আরও দাবি করা হয়, তাঁর বক্তব্যে প্রভাবিত হয়ে একদল জনতা অনশনস্থল ত্যাগ করে হিংসাত্মক পথে হাঁটে। হামলা হয় বিজেপি (BJP) কার্যালয় ও সরকারি দপ্তরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কারফিউ জারি করেছে।

সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখের (Ladakh) জন্য পূর্ণ রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিল কার্যকর, পৃথক পাবলিক সার্ভিস কমিশন এবং দুটি লোকসভা কেন্দ্রের দাবি জানিয়ে আসছেন। তাঁর মতে, কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত লাদাখকে পরিবেশগত ও সাংস্কৃতিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

সপ্তাহ দু’য়েক আগে অনশনে বসেন এই ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী। কেন্দ্রের সঙ্গে দীর্ঘ আলোচনায় ফল না মেলায়, আন্দোলন আরও জোরালো হয়। এহেন পরিস্থিতিতে বিরুদ্ধ-কণ্ঠ দমন এবং আন্দোলন নিয়ন্ত্রণে সোনম ওয়াংচুকের গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তীব্রতর হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen