২০১৯ এর শেষ চমক, ফেলুদার লুক প্রকাশ সৃজিতের

December 31, 2019 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ ফেসবুক

২০১৯ এর শেষে চমক দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আগেই ঘোষণা করেছিলেন যে আড্ডাটাইমস ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ তৈরী করতে চলেছেন তিনি। নভেম্বর মাসে ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজটির পোস্টারও লঞ্চ হয়। এবার বছরের শেষ দিনে প্রকাশ পেল ফেলুদার নতুন লুক।

টোটা রায়চৌধুরিকে ফেলুদার চরিত্রে নিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন সৃজিত। ফেলুদা চরিত্রে স্রষ্টা সত্যজিত রায়ের স্কেচের সঙ্গে টোটা রায়চৌধুরি অর্থাৎ নতুন ফেলুদার দারুণ মিল রয়েছে। আজকের প্রকাশিত ছবিতেও সেটা ফুটে উঠেছে।

জটায়ু ও তোপসের অভিনেতা চয়নেও চমক। জটায়ু চরিত্রে ‘একেনবাবু’- ওয়েব সিরিজ খ্যাত অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে। প্রথম লুকের ছবিতে লালমোহন গাঙ্গুলী চরিত্রে অনির্বাণকে দারুণ মানিয়েছে। অনেকেই বলছেন যেন সন্তোষ দত্তকে ফিরে পেলেন। তোপসে চরিত্রে কল্পন মিত্রকেও যথাযত লাগছে।

২০২০ সালের গোড়ার দিকেই ‘ফেলুদা ফেরত’ ওয়েবসিরিজটি মুক্তি পেতে চলেছে। ‘ছিন্নমত্তার অভিশাপ’ ও ‘যত কান্ড কাটমান্ডুতে’ গল্প দুটি অবলম্বনে ওয়েবসিরিজ বানাচ্ছেন পরিচালক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen