লঞ্চ হল ফেলুদা ফেরতের ওপেনিং টাইটেল সং

প্রকাশ পেল ফেলুদা ফেরতের ‘ওপেনিং টাইটেল’ এর গান। সত্যজিৎতনয় সন্দীপ রায় সেটি প্রকাশ করেন। সৃজিত মুখোপাধ্যায় এর ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান করে প্রকাশিত হল গানটি। লিখেছেন শ্রীজাত বন্দোপাধ্যায়, গেয়েছেন রুপঙ্কর বাগচী, অনুপম রায় ও রুপম ইসলাম। সুর দিয়েছেন জয় সরকার।

May 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুখবরটা আগেই দিয়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর আজ সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে শুভকাজটা হয়েও গেল।

প্রকাশ পেল ফেলুদা ফেরতের ‘ওপেনিং টাইটেল’ এর গান। সত্যজিৎতনয় সন্দীপ রায় সেটি প্রকাশ করেন। সৃজিত মুখোপাধ্যায় এর ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান করে প্রকাশিত হল গানটি। লিখেছেন শ্রীজাত বন্দোপাধ্যায়, গেয়েছেন রুপঙ্কর বাগচী, অনুপম রায় ও রুপম ইসলাম। সুর দিয়েছেন জয় সরকার।

দেখুন সেই অনুষ্ঠানটি

https://www.facebook.com/srijitspeaketh/videos/859298327903901

এই লকডাউনের বাজারে এই গান যে শুধু ফেলুদাপ্রেমী নয়, আপামর বাঙালিকে কিছুটা মানসিক রসদ যোগাবে, সেটা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen