আরজি কর আন্দোলনে মুখ দেখাতে টাকা নিয়েছিলেন টলিপাড়ার তারকারা? বিস্ফোরক অভিযোগ পরিচালকের

রাত জেগে চিকিৎসকদের পাশে থাকতে দেখা গিয়েছে একাধিক তারকাদের, আবার অনেককে মিছিলে শামিল হয়ে প্রতিবাদও করতেও দেখা গিয়েছিল

April 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বছরের আগস্ট মাসে কলকাতার বুকে ঘটে যায় এক দুর্ভাগ্যজনক ঘটনা। আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর মতো এক অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে শুরু হয় আন্দোলন। কর্পোরেট সংস্থার সাহায্য নিয়ে আন্দোলন শুরু হয় বলে তথ্য প্রমাণ হাতে এসেছে সংবাদ মাধ্যমের। আন্দোলনের নামে বিপুল টাকা ওঠে, জুনিয়র চিকিৎসকদের ভাঁড়ার ফুলে ফেঁপে ওঠে। পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন টলিপাড়ার অনেকেই। রাত জেগে চিকিৎসকদের পাশে থাকতে দেখা গিয়েছে একাধিক তারকাদের, আবার অনেককে মিছিলে শামিল হয়ে প্রতিবাদও করতেও দেখা গিয়েছিল। এবার সেই আন্দোলনের প্রেক্ষিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন পরিচালক অরিন্দম শীল। তাঁর দাবি, আরজি কর আন্দোলনে নামতে টাকা নিয়েছেন টলিপাড়ার তারকারা।

পরিচালকের অভিযোগ, আরজি কর আন্দোলনে মুখ দেখানোর জন্য টলিপাড়ার কিছু তারকা অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন। সাফ কথায়, মুখ দেখাতে টাকা নিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। অরিন্দমের কথায়, “এত বড় একটা আন্দোলন, সেখানে যাওয়ার জন্য কেউ কেউ ফোন নিয়েছেন, কেউ নিয়েছেন টাকা। তাঁদের বন্ধুরাই সেসব কথা বলছেন।” যদিও পরিচালক কারও নাম প্রকাশ্যে উল্লেখ করেননি। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে অরিন্দম শীলের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

দোকান বা সংস্থার উদ্বোধন হোক বা পুজোর মণ্ডপের ফিতে কাটা, এসবের জন্য পারিশ্রমিক নেন তারকারা। কিন্তু প্রতিবাদে শামিল হওয়ার জন্য অ্যাপিয়ারেন্স ফি নেওয়ার মতো অভিযোগ শুনে অনেকেই তাজ্জব। অরিন্দম শীলের দাবি যদি সত্যি হয়, তাহলে আন্দোলনের উদ্দেশ্য ও স্বতঃস্ফূর্ততা নিয়েও প্রশ্ন উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen