বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কম মেট্রো চলবে, রইল বিস্তারিত Update
আগামীকাল (১২ মে) বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) উপলক্ষ্যে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে) কম সংখ্যক মেট্রো চলবে। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মোট ২৬টি মেট্রো কম চলবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল (১২ মে) বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) উপলক্ষ্যে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে) কম সংখ্যক মেট্রো চলবে। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মোট ২৬টি মেট্রো কম চলবে।
অন্যান্য দিন সাধারণত এই রুটে ২৬২ টি মেট্রো চলাচল করে। এই সোমবার আপ ও ডাউন লাইনে ১১৮ টি করে, মোট ২৩৬টি মেট্রো চলবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
সোমবার প্রথম মেট্রো:
নোয়াপাড়া থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৬.৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে ৬.৫৫ মিনিটে।
সোমবার শেষ মেট্রো:
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রাত ৯.৩০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯.২৮ মিনিটে। অন্যদিকে, কবি সুভাষ থেকে রাত ৯.৪০ মিনিটে দমদমের (Dum Dum Metro) শেষ মেট্রো ছাড়বে।
স্পেশাল মেট্রোর সময়েরও কোনও পরিবর্তন হয়নি:
অন্যান্য দিনের মতন, রাত ১০.৪০ মিনিটেই কবি সুভাষ এবং দমদম থেকে যে স্পেশাল মেট্রো চালানো হবে। বুদ্ধ পূর্ণিমার দিন গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে অন্যান্য দিনের মতই।