FIFA Best Awards 2025: কে কোন পুরস্কার জিতলেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ‘ফিফা দ্য বেস্ট’ অর্থাৎ বর্ষসেরার খেতাব জিতলেন ফ্রান্সের উসমান দেম্বেলে (Ousmane Dembélé)। মহিলাদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি (Aitana Bonmatí)। চলতি বছর ব্যালন ডি’অরও-ও পেয়েছেন আইতানা।
লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ…২০২৪-২৫ মরশুমে একের পর এক ট্রফি জিতেছেন দেম্বেলে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল পিএসজি। সব মিলিয়ে ৩৫টি গোল করেছেন তিনি। অ্যাসিস্ট রয়েছে ১৬টি গোলে।
অন্যদিকে, মহিলা ফুটবলারদের মধ্যে ‘বেস্ট’ হয়েছেন আইতানা বোনমাতি। স্পেনের এই ফুটবলার এক নাগাড়ে তিন বছর ‘ফিফা দ্য বেস্ট’ শিরোপা পেলেন। সেরা গোলকিপার হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির জিয়ানলুইজি দোনারুমা। মহিলাদের ফুটবলে সেরা গোলকিপার হয়েছেন ইংল্যান্ডের হানা হ্যাম্পটন।
বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেলেন সান্তিয়াগো মন্তিয়েল। পুরুষদের ফুটবলে সেরা কোচ হয়েছেন পিএসজি’র লুইস এনরিকে। পুরুষদের ‘সেরা’ একাদশ দলে আছেন দোনারুমা, আছরাফ হাকিমি, উইলিয়াম পাচো, ভার্জিল ভ্যান ভাইক, নুনো মেন্দেজ, কোল পামার, জুড বেলিংহ্যাম, ভিটিনহা, পেদ্রি, ইয়ামাল ও দেম্বেলে।