শেষ মানেই অপেক্ষার শুরু, জেনে নিন FIFA-র আগামী টুর্নামেন্টগুলোর খবর

অলিম্পিকের ফুটবল যুদ্ধে যাতে ১৬টি দেশ অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টা চালাচ্ছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা।

December 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রায় এক মাসব্যাপী লড়াইয়ের যবনিকা পড়বে আজ। একটা বিশ্বকাপ শেষ মানেই পরের বিশ্বযুদ্ধের প্রস্তুতি আরম্ভ। ফিফার সাংবাদিক সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্টিনো ফিফা আয়োজিত আগামীদিনের টুর্নামেন্টগুলোর খবর জানিয়েছেন।

ইনফান্টিনোর পঞ্চবান:

ফিফা বিশ্বকাপ ২০২৬:
সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬ বিশ্বকাপ অর্থাৎ পরবর্তী পুরুষ বিশ্বকাপ ৪৮টি দেশকে নিয়ে হবে। ৩২ দেশের বিশ্বকাপে আজকেই ইতি টানছে ফিফা। আগামী বিশ্বকাপে মোট ১৬ টি গ্রুপে ৩টি করে দল থাকবে। তারপর প্রত্যেক গ্ৰুপ থেকে সেরা দুই দল রাউন্ড অফ ৩২-এ উঠবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি বলেই জানা গিয়েছে।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫:
২০২৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়াতে চলেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৭টি বদলে ৩২টি দল খেলবে।

ফিফা মহিলা ক্লাব বিশ্বকাপ:
পুরুষদের পাশাপাশি মহিলাদের নিয়েও ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে ফিফা। জানা গিয়েছে, ২০২৫ সাল থেকে মহিলাদের ক্লাব বিশ্বকাপ শুরু করবে ফিফা।

ফিফা বিশ্বকাপ ২০৩০:
২০৩০ সালের ফিফা পুরুষ বিশ্বকাপের আয়োজন করবে কোন দেশে, তা ২০২৪ সালে ঘোষণা করাবে ফিফা।

অলিম্পিক ফুটবল:
অলিম্পিকেও ফুটবল দলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে ফিফা। অলিম্পিকের ফুটবল যুদ্ধে যাতে ১৬টি দেশ অংশগ্রহণ করতে পারে, সেই চেষ্টা চালাচ্ছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen