হলদিয়ার টাউন অ্যাথলেটিক ক্লাবের পুজোর মণ্ডপ নিয়ে প্রমোশনাল ভিডিও বানাচ্ছে ফিফা

বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেনদের ছবি রয়েছে গোটা মণ্ডপজুড়ে।

October 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার বিশ্বজুড়ে দেখানো হবে বাংলার পুজোর ভিডিও। হলদিয়ার টাউন অ্যাথলেটিক ক্লাবের পুজোর মণ্ডপ নিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রমোশনাল ভিডিও তৈরি করল ফিফা। হলদিয়ার টাউন অ্যাথলেটিক ক্লাবের এবারের পুজোর থিম ছিল কাতার বিশ্বকাপ। আস্ত ফুটবলের আদলে মণ্ডপ গড়া হয়েছে, প্রতিটি বিশ্বকাপ ফুটবলের নায়কদের ছবি দিয়ে মণ্ডপ সেজে উঠেছে। বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেনদের ছবি রয়েছে গোটা মণ্ডপজুড়ে। সমাজ মাধ্যমে ফুটবলের মতো মণ্ডপ সজ্জা দেখেই ভারতের ফিফার কর্মকর্তাদের তা নজরে আসে। 

ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, সমাজ মাধ্যমের মাধ্যমে জানার পরেই ফিফার এক কর্তা হলদিয়ার বাসিন্দা তথা প্রাক্তন ফুটবলার সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ফিফার লোকজন নবমীর দিন হলদিয়ার ওই পুজোয় আসেন। হলদিয়ার বিশ্বকাপ ফুটবলের মণ্ডপ দেখে ফিফার লোকজন দারুণ খুশি।

কাতার বিশ্বকাপের জন্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে নানা ধরনের প্রমোশানাল ভিডিও তৈরি করছে ফিফা। হলদিয়ার ওই ক্লাবের মণ্ডপ নিয়ে ফিফার প্রতিনিধিরা তিন ঘণ্টা শ্যুটিং করেছে। খুদে ও তরুণ ফুটবলারদের বিভিন্ন দেশের জার্সি পরিয়ে মণ্ডপের সামনেই ফিফার লোকজন শ্যুটিং করেন। ওই ভিডিও বিশ্বকাপে প্রতিযোগিতায় পাঠাবে ফিফা। উল্লেখ্য, টাউন ক্লাবের একটি ফুটবল কোচিং ক্যাম্প রয়েছে। তিন দশক ধরে ওই ক্লাবটি ফুটবল চর্চা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen