৬ বছর পরে ফিফা ক্রমতালিকায় শীর্ষে আর্জেন্টিনা, ভারত কত নম্বরে জানেন?

৬ বছর পরে আবার বিশ্ব ফুটবলের মসনদে লিয়োনেল মেসিরা।

April 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
৬ বছর পরে ফিফা ক্রমতালিকায় শীর্ষে আর্জেন্টিনা ছবি সৌজন্যেঃ টুইটার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৬ বছর পরে আবার বিশ্ব ফুটবলের মসনদে লিয়োনেল মেসিরা। গত বছর ১৮ ডিসেম্বর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু তার পরেও তারা শীর্ষে উঠতে পারেনি। এত দিন পরে ১ নম্বর আসনে উঠলেন মেসিরা।


গত মাসে দু’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাকচ জেতার ফলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিলকে টপকে এক নম্বর স্থান দখল করেছে নীল-সাদা জার্সিধারীরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। আর পাঁচবারের বিশ্বচ্যায়ম্পিয়ন ব্রাজিল ফিফা ফ্রেন্ডলি ম্যাপচে মরক্কোর কাছে হারের ফলে নেমে গিয়েছে তৃতীয় স্থানে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম। ইংল্যাছন্ড রয়েছে পাঁচ নম্বরে। ষষ্ঠ এবং সপ্তম স্থানে যথাক্রমে নেদারল্যা্ন্ডস ও ক্রোয়েশিয়া। অষ্টম স্থানে রয়েছে ইউরো চ্যা ম্পিয়ন ইতালি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল রয়েছে নবম স্থানে। দশ নম্বর জায়গা স্পেনের দখলে।


অন্যদিকে মায়ানমার ও কিরগিরস্তানকে হারানোর সৌজন্যে ক্রমতালিকায় পাঁচধাপ উন্নতি করেছে ভারত। ইগর স্টিমাচের দল এখন রয়েছে ১০১ নম্বরে।

আপাতত ২০ জুলাই পর্যন্ত ফিফা ক্রমতালিকায় শীর্ষে থাকবে আর্জেন্টিনা। চলতি বছর ২০ জুলাই পরবর্তী ক্রমতালিকা প্রকাশ করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen