AIFF-কে কড়া চিঠি FIFA-র, বেঁধে দেওয়া হল নির্বাচনের সময়সীমা
ভারতীয় ফুটবল কি ক্রমশ কানাগলিতে পথ হারিয়ে ফেলছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৫৬: ভারতীয় ফুটবল কি ক্রমশ কানাগলিতে পথ হারিয়ে ফেলছে? দিশাহীন ফুটবল প্রশাসন ধীরে ধীরে আধারে ঠেলে দিচ্ছে দেশের ফুটবলকে। ভারতীয় ফুটবলের অব্যবস্থায় তৎপর বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা FIFA। ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি লিখে সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছে FIFA। অন্যথায় আবারও নির্বাসন।

উল্লেখ্য, ২০২২ সালে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল FIFA। নির্বাসন তোলার জন্য দ্রুত নির্বাচন করে কমিটি তৈরি করা হয়েছিল। প্রেসিডেন্ট হন কল্যাণ চৌবে। FIFA-র পর্যবেক্ষণ, ভারতীয় ফুটবল ফেডারেশনের ক্ষমতাসীনেরা নতুন সংবিধান তৈরির জন্য কোনও উদ্যোগ নেয়নি। নির্বাচন নিয়েও তাঁরা উদ্যোগ নেয়নি।
ফেডারেশনকে ভর্ৎসনা করেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। তাদের অভিযোগ, ভারতীয় ফুটবলের মার্কেটিং শূন্য, দেশে লিগ হবে কি-না তা পর্যন্ত ঠিক নেই। নির্বাচনের আয়োজন নিয়েও কোনও পদক্ষেপ নেই। ক্লাব ও ফুটবলাররা অন্ধকারে, চুক্তির কী হবে। ISL ক্লাবগুলোর ক্ষতি করছে। আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন FIFPRO, ফিফাকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছে। এই পরিস্থিতিতে ফিফা জানিয়েছে,
ভারতের শীর্ষ আদালতের আদেশ মেনে সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। ফিফা ও এএফসি’র নিয়মনীতি অনুসারে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। এআইএফএফের পরবর্তী সাধারণ সভায় সংবিধানকে অনুমোদিত করতে হবে।চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সময়সীমা মানা না হলে ফিফা পদক্ষেপ করবে বলেও জানিয়েছে।