আজ মুখোমুখি ফ্রান্স-পোল্যান্ড, আক্রমণাত্মক ফুটবল খেলবে এমবাপেরা?
গ্ৰুপ পর্যায়ের তৃতীয় ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে ৯টি পরিবর্তন করেছিলেন ফরাসী কোচ। সেই ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয় এমবাপেদের। আজ পূর্ণ শক্তি নিয়েই নামতে চলেছেন গ্রিজম্যানরা।

আজ নক আউটের দ্বিতীয় দিনে তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা গ্রুপ টপরা ফ্রান্স (France) এবং পোল্যান্ড (Poland)। জটিল হিসেবে কোনরকমে গোল পার্থক্যের নিয়মে নক আউটের টিকিট হাসিল করেছে পোল্যান্ড। কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) ও রবার্ট লেয়নডস্কির (Robert Lewandowski) দ্বৈরথে ফ্রান্সকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।
১৮-র চ্যাম্পিয়নরা কাতারে দুরন্ত শুরু করেছিল। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে উড়িয়ে নক আউটের টিকিট করফার্ম করেছিল জিদানের দেশের ছেলেরা। গ্ৰুপ পর্যায়ের তৃতীয় ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে ৯টি পরিবর্তন করেছিলেন ফরাসী কোচ। সেই ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয় এমবাপেদের। আজ পূর্ণ শক্তি নিয়েই নামতে চলেছেন গ্রিজম্যানরা।
আজ ফ্রান্সের আক্রমণ বিভাগের দায়িত্বে থাকতে পারেন জিরুর, এমবাপে, গ্রিজম্যান, ডেম্বেলেরা। শৌমেনি, র্যাবিয়ট হয়ত মাঝ মাঠটা সামলাবেন। অন্যদিকে, কৌন্ডে, ভারানে, উপামেকানো, থিও হার্নান্ডেজ রক্ষণ রক্ষা করবেন। পোল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের ১৪২ তম ম্যাচে নামতে চলেছেন ফ্রান্সের হুগো লরিস। বলাইবাহুল্য আজ আক্রমণাত্মক ফুটবল খেলবে এমবাপেরা। ফলত বড় পরীক্ষার সামনে পোলিশ রক্ষণ।