#WorldCup2022 দ্রুততম খেলোয়াড়দের তালিকায় TOP 5-এ নেই `নয়া নেপোলিয়ন’!
বুধবার রাতে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের সেমিফাইনালের আগে শীর্ষ স্কোরার তালিকায় এগিয়ে থাকা সত্ত্বেও, চলতি প্রতিযোগীতায় দ্রুততম ফুটবলারদের শীর্ষ-পাঁচ তালিকায় এই ফরাসি খেলোয়াড়ের নাম নেই।

কাতার বিশ্বকাপে (World Cup 2022) ফ্রান্সের কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) সবচেয়ে বেশি আকর্ষনীয় খেলোয়াড় হিসাবে উঠে এসেছেন। এই বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ গোলের সংখ্যা পাঁচটি। যদিও তিনি লিওনেল মেসির সমান, যদিও তাঁর বেশিরভাগ গোল পেনাল্টি কিকের মাধ্যমে। বুধবার রাতে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের সেমিফাইনালের আগে শীর্ষ স্কোরার তালিকায় এগিয়ে থাকা সত্ত্বেও, চলতি প্রতিযোগীতায় দ্রুততম ফুটবলারদের শীর্ষ-পাঁচ তালিকায় এই ফরাসি খেলোয়াড়ের নাম নেই।
এমবাপে সেরা ১০ দ্রুততম খেলোয়াড়ের তালিকায় অষ্টম স্থানে থাকলেও স্পেনের নিকো উইলিয়ামস, ওয়েলসের ড্যানিয়েল জেমস, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টোনি রবিনসন এবং মরক্কোর আচরাফ হাকিমি প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) স্ট্রাইকারের উপরে রয়েছেন।
ফিফা বিশ্বকাপ ২০২২-এর দ্রুততম খেলোয়াড়দের তালিকা। এক নজরে
- কামালদীন সুলেমানা (ঘানা) – ২২.১৮ মাইল প্রতি ঘণ্টা
- নিকো উইলিয়ামস (স্পেন) – ২২.১২ মাইল প্রতি ঘণ্টা
- ডেভিড রাউম (জার্মানি) – ২২.0০০ মাইল প্রতি ঘণ্টা
- অ্যান্টোইন রবিনসন (মার্কিন যুক্তরাষ্ট্র) – ২১.৯৯ মাইল প্রতি ঘণ্টা
- ড্যানিয়েল জেমস (ওয়েলস) – ২১.৯৯ মাইল প্রতি ঘণ্টা
- আচরাফ হাকিমি (মরক্কো) – ২১.৯৩ মাইল প্রতি ঘণ্টা
- ইসমাইলা সার (সেনেগাল) – ২১.৯৩ মাইল প্রতি ঘণ্টা
- কিলিয়ান এমবাপে (ফ্রান্স) – ২১.৮৭মাইল প্রতি ঘণ্টা
- নেমাঞ্জা রাডোঞ্জিক (সার্বিয়া) – ২১.৮৭ মাইল প্রতি ঘণ্টা
- তাজন বুকানন (কানাডা) – ২১.৮৭ মাইল প্রতি ঘণ্টা
কাইলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি ফিফা বিশ্বকাপ ২০২২-এ স্কোরিং চার্টে এগিয়ে আছেন
এমবাপে এবং মেসি ফিফা বিশ্বকাপ ২০২২-এ এখন পর্যন্ত পাঁচটি গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। বুধবার রাতে মরক্কোর বিপক্ষে জোড়া গোল করার পর আলভারেজ চার গোল করে তার পরেই আছেন।