‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড: মাঠেই FIFA-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জার্মান দলের

বিশ্বকাপে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। আয়োজক দেশ কাতারের আইন অনুযায়ী নিষিদ্ধ।

November 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিশ্বকাপে (Fifa World Cup 2022) জাপানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলারআগে ফটোসেশনে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ করল জার্মানি দলের ফুটবলাররা (German players)। তারা সকলেই নিজেদের হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে ছবি তুললেন, যা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে তাদের অধিনায়ক হ্যারি কেন ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে খেলতে চেয়েছিলেন। কিনটি FIFA তাঁকে সাবধান করেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন এবং তাঁকে হলুদ কার্ডও দেখানোর হুমকি দেয়। এরপর ফিফার অভিনব ভাবে প্রতিবাদ জানান জার্মানরা।

বিশ্বকাপে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। আয়োজক দেশ কাতারের আইন অনুযায়ী নিষিদ্ধ। ইউরোপের সাতটি দেশের অধিনায়ক সমপ্রেমীদের সমর্থনে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু FIFA তা নাকচ করে দেয়। এবার তাই FIFA-র বিরুদ্ধে জার্মান ফুটবলাররা আজ প্রতিবাদ জানালেন ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen