সৌদিদের বিরুদ্ধে ২-১ গোলে জিতেও বিশ্বকাপ থেকে বিদায় মেক্সিকোর

মেক্সিকো গত সাতটি বিশ্বকাপে নকআউট স্টেজে পৌঁছেছিল এবং এই রেকর্ড আছে একমাত্র ব্রাজিলের।

December 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

হেনরি মার্টিন এবং লুইস শ্যাভসের গোলও মেক্সিকোকে বিশ্বকাপের ১৬-র রাউন্ডে নিয়ে যাবার জন্য যথেষ্ট হলো না। সৌদি আরবের বিরুদ্ধে বুধবার রাতে ২-১ গোলে জিতল মেক্সিকো। এই একই সময়ে পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার ২–০ জয়ের কারণে, মেক্সিকো ১৯৭৮ সালের পর প্রথমবার তাদের গ্রুপ থেকে নকআউট স্টেজে এগিয়ে যেতে ব্যর্থ হল।

হেনরি মার্টিন এবং লুইস শ্যাভেজের দ্বিতীয়ার্ধের গোলে মেক্সিকো জয় নিশ্চিত করেছিল কিন্তু সৌদি আরবের সালেম আল-দাওসারির শেষ দিকের গোলের পর তারা পোল্যান্ডের পিছনে তৃতীয় স্থানে চলে যায়। পোল্যান্ড গোল ব্যবধানে মেক্সিকোকে ছাড়িয়ে যায় এবং রাউন্ড অফ সিক্সটিনে খেলার যোগ্যতা অর্জন করে

মেক্সিকো গত সাতটি বিশ্বকাপে নকআউট স্টেজে পৌঁছেছিল এবং এই রেকর্ড আছে একমাত্র ব্রাজিলের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen