FIFA World Cup 2026: উন্মোচিত হলো অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার প্রহর আরও রোমাঞ্চকর হয়ে উঠল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কাউন্টডাউনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো অ্যাডিডাসের তৈরি অফিসিয়াল ম্যাচ বল “ট্রিওন্ডা”। এই নামটি এসেছে স্প্যানিশ শব্দ “Tres Olas” অর্থাৎ “তিন তরঙ্গ” থেকে। নামের ভেতরেই লুকিয়ে আছে এক ঐতিহাসিক বার্তা প্রথমবারের মতো একসাথে তিনটি দেশ, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র, যৌথভাবে আয়োজন করতে চলেছে বিশ্ব ফুটবলেরসব থেকে বড় প্রতিযোগিতার।
ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনো এই বল উদ্বোধনের সময় বলেন, “বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল এখন হাজির, এবং এটি সত্যিই সুন্দর। ট্রিওন্ডা তিন আয়োজক দেশের ঐক্য ও আবেগকে প্রতিফলিত করেছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে এই বল মাঠে নেট কাঁপাবে।”
ট্রিওন্ডার গায়ে রয়েছে লাল, সবুজ ও নীল রঙের মিশ্রণ যা যথাক্রমে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে উপস্থাপন করছে। বলটির চারটি বিশেষভাবে তৈরি প্যানেল শেলাই এর মতো আকৃতিতে যুক্ত হয়ে মাঝে একটি ত্রিভুজ গঠন করেছে। প্রতিটি দেশে পরিচিত প্রতীক কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল আর যুক্তরাষ্ট্রের তারা বলটির গায়ে শোভা পাচ্ছে। এছাড়াও সোনালি ডিজাইন এর ফিফা বিশ্বকাপ ট্রফি রয়েছে।
শুধু দেখতেই নয়, কাজের দিক থেকেও বলটি প্রযুক্তিগত উন্নতিতে ভরপুর। চার-প্যানেল নির্মাণ এবং গভীর সেলাই বলটিকে হাওয়ায় ওড়ার সময় নিখুঁত স্টেবিলিটি দেয়। ভেজা বা আর্দ্র আবহাওয়ায় বল নিয়ন্ত্রণ সহজ করতে বলের গায়ে এমবসড আইকন যোগ করা হয়েছে। আরও এক ধাপ এগিয়ে, ট্রিওন্ডায় আছে অত্যাধুনিক “কনেক্টেড বল টেকনোলজি”—৫০০Hz সেন্সর যুক্ত এই প্রযুক্তি রেফারিদের রিয়েল টাইম ডেটা দেবে, বিশেষ করে অফসাইডের মতো সিদ্ধান্তে সাহায্য করবে।
বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির পথে ট্রিওন্ডার আত্মপ্রকাশ এক বিশাল মাইলস্টোন। ইতিমধ্যেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে বিশ্বব্যাপী ২১৬টি দেশ থেকে ৪.৫ মিলিয়নেরও বেশি মানুষ টিকিট প্রিসেল ড্র-তে অংশ নিয়েছে। এদিকে ডিসেম্বর ৫-এ ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে চলেছে ফাইনাল ড্র, যেখানে জানা যাবে কে কার মুখোমুখি হবে এই আসরে।