ইন্দ্রপতন! বিশ্বকাপ অভিযানের শুরুতেই মুখ থুবড়ে পড়ল মেসি বাহিনী

Video Assistant Referee (VAR) দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। গোলকিপারকে উলটোদিকে ফেলে সহজ শট নিয়ে গোল করলেন মেসি (১০ মিনিট)

November 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর নিজেদের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারতে হল মেসিদের। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়াম ভরিয়ে ছিল নীল সাদার সমর্থকরা। সৌদি আরবের বিরুদ্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লিওনেল মেসি। Video Assistant Referee (VAR) দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। গোলকিপারকে উলটোদিকে ফেলে সহজ শট নিয়ে গোল করলেন মেসি (১০ মিনিট)। আজ গোল করে মেসি যুক্ত হলেন ৪টি বিশ্বকাপে গোল করা ফুটবলারদের ক্লাবে। এরমধ্যে আছেন পেলে, ইউই শিলার, মিরোস্লাভ ক্লোসে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এর পরে মেসির একটি গোল বাতিল হল সেই VAR-এর সহায়তায়। জালে বল ঠেললেও সব মিলিয়ে আর্জেন্টিনার তিনটি গোল বাতিল হল অফসাইড ট্রাপে পরে। প্রথমার্ধে খেলা শেষে স্কোর আর্জেন্টিনার পক্ষে ১-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৮ মিনিটে সৌদি আরবের পক্ষে গোল করে সমতা ফেরালেন সালে আলসেহরি। খেলার ফল ১-১।
এর ঠিক ৫ মিনিট পরে ম্যাচের ৫৩ মিনিটে আবার গোল করে সৌদি আরবকে এগিয়ে দিলেন সালেম অলডাওসারী। খেলার ফল সৌদি আরবের পক্ষে ২-১।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen