ফিফার বড় সিদ্ধান্ত—স্থগিত নিষেধাজ্ঞা, বিশ্বকাপে শুরু থেকেই মাঠে রোনাল্ডো

November 26, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৭: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাল কার্ড বিতর্ক থেকে মুক্তি মিলল শেষমেশ। পর্তুগালের হয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অপ্রত্যাশিতভাবে মেজাজ হারিয়ে কনুই মেরে বসেছিলেন প্রতিপক্ষ ডিফেন্ডার দারা ও’শেরাকে। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ‘ভার’ পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান রেফারি। সেজন্যই বাছাই পর্বের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি রোনাল্ডো।

ঘটনার পর তিন ম্যাচের নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাঁর বিরুদ্ধে। তবে আপিলের পর ফিফা জানায়, শৃঙ্খলারক্ষা নিয়মাবলির ২৭ নম্বর ধারা অনুযায়ী বাকি দুই ম্যাচের নির্বাসন স্থগিত থাকছে আগামী এক বছরের জন্য। এই সময়ের মধ্যে একই ধরনের অপরাধ করলে কার্যকর হবে শাস্তি। অর্থাৎ, এক ম্যাচের নিষেধাজ্ঞা পেরিয়ে এখন বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আর কোনও সংশয় নেই।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন—বিশ্বকাপের প্রথম দিন থেকেই রোনাল্ডোকে মাঠে দেখতে পাওয়াই ফিফার উদ্দেশ্য। তবে বিতর্ক যাই হোক, তাঁর ভক্তদের কাছে সবচেয়ে বড় খবর—বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যাবে ফুটবলের মহাতারকাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen