বৃষ্টির কারণে আজকের ম্যাচ পণ্ড, ২-১-এ সিরিজ জয় ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৭: বৃষ্টি নয়, বজ্রপাতেই থমকে গেল ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের শেষ ম্যাচ! শনিবার ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে খেলা চলাকালীন আকস্মিকভাবে শুরু হয় ঘন ঘন বজ্রপাত ও প্রবল শব্দ। নিরাপত্তার খাতিরে আম্পায়াররা সঙ্গে সঙ্গে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টিও। দর্শক ও খেলোয়াড়—সবার সুরক্ষার দিকেই নজর ছিল স্টেডিয়াম কর্তৃপক্ষের। নিচের সারির শেডহীন গ্যালারিতে বসা দর্শকদের উপরের সারিতে সরিয়ে নেওয়া হয়। জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা ভেসে ওঠে— “আমরা বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন। অনুগ্রহ করে নিরাপদ স্থানে আশ্রয় নিন।”
এর আগে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দলে একটি পরিবর্তন—তিলক বর্মার জায়গায় সুযোগ পান রিঙ্কু সিং। ঝড়ো সূচনা করে ভারতীয় ব্যাটাররা; ৪ ওভার ৫ বলেই বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলে দল। অভিষেক শর্মা এই ইনিংসেই ছুঁলেন ব্যক্তিগত হাজার রানের মাইলফলক, বিরাট কোহলির পর দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে। সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থাকায়, ম্যাচটি পরিত্যক্ত হলেও সিরিজ জয় নিশ্চিত হবে গম্ভীর বাহিনীর। ওয়ানডে সিরিজ হারের পর এই জয় হবে একপ্রকার মিষ্টি প্রতিশোধ!