রাম মন্দিরের জন্য সংগৃহিত অর্থের ভাগবাটোয়ারা নিয়ে মারামারি আরএসএস কর্মীদের

March 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাম মন্দিরের(Ram mandir) অর্থ সংগ্রহ অভিযানে দুনম্বরি করার অভিযোগে হাতাহাতি হল আর এস এস(RSS) কর্মীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তর দমদমে(North Dumdum)। গতকাল উত্তর দমদমে আর এস এসের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী দিলীপ রাহার বাড়িতে রাম মন্দিরের জন্য কত অর্থ সংগ্রহ হয়েছে এই নিয়ে হিসেব নিকেশ চলছিল। সেই সময় দুলাল মন্ডলের বিরুদ্ধে রাম মন্দিরের টাকা তছরূপ করার অভিযোগ আনেন মাধব নামে এক আর এস এস কর্মী। দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়েছে বলে সূত্রের খবর।

আরো জানা গেছে শুধু দুলাল মন্ডল নয় উত্তর দমদমে রাম মন্দিরের অর্থ সংগ্রহের টাকা তছরুপ করার অভিযোগ রয়েছে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে।

প্রসঙ্গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে অযোধ্যায় তৈরি হতে চলা রাম মন্দিরের জন্য সারা দেশব্যাপী অর্থ সংগ্রহ অভিযান চালানো হয়। সেই মত উত্তর দমদমের বিভিন্ন অঞ্চলে অর্থ সংগ্রহ করে আরএসএস ও তার বিভিন্ন শাখা সংগঠন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen