এবার রাজবংশীদের রক্ষাকবচ ‘ফাইটার দিদি’, মুক্তি পেল পর্ব ৫

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে কোচবিহার রাজবাড়ির দৃশ্য। সবাই আনন্দ উৎসবে মেতে রয়েছে সেখানে। নারায়ণী সেনা মহড়া দিচ্ছে। ঠিক সেই সময় এল বহিরাগতরা, নকল নারায়ণী সেনা সেজে। তারা এসে লুঠপাট চালাতে লাগল।

April 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এইবার অন্য আঙ্গিকে প্রচার করতে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূলকে। খেলা হবে গান থেকে ফাইটার দিদি ভিডিও সিরিজ, ভোটের বাজারে হিট তৃণমূলের (Trinamool) প্রচার কৌশল।

চতুর্থ পর্যায়ের ভোটের ঠিক আগেই মুক্তি পেল ফাইটার দিদির পঞ্চম পর্ব। এবার দৃশ্যপট কোচবিহার। এবার রাজবংশীদের রক্ষাকবচ রূপে দেখা গেল দিদিকে।

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে কোচবিহার রাজবাড়ির দৃশ্য। সবাই আনন্দ উৎসবে মেতে রয়েছে সেখানে। নারায়ণী সেনা মহড়া দিচ্ছে। ঠিক সেই সময় এল বহিরাগতরা, নকল নারায়ণী সেনা সেজে। তারা এসে লুঠপাট চালাতে লাগল। এমন সময় এলেন ‘ফাইটার দিদি’। তিনি বাঁচালেন রাজবংশীদের। সবাই আবার উল্লাসে মেতে উঠলেন।

আগের ভিডিওগুলোর মতোই এই ভিডিওটিও মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen